শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৭ জুন, ২০২২, ১১:০১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২২, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএম ডিপোতে দাহ্য পদার্থের বিষয়ে ফায়ার সার্ভিসকে সঠিক তথ্য দেওয়া হয়নি’

নাছিমা বেগম

মহসীন কবির: চট্টগ্রাম সীতাকুণ্ডের ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তারাই এর জন্য দায়ী, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। যমুনা টিভি 

মঙ্গলবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ রোগীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।

নাছিমা বেগম বলেন, আহতদের সুস্থতা কামনা করছি। যাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শাস্তির ব্যবস্থা করতে হবে। আর হতাহতদের ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে। আমরা দায়িত্বে অবহেলা করে কারো ওপর দায় চাপানোর চেষ্টা না করি। আর এটি নাশকতা কিনা সেটিও তদন্তের মাধ্যমে উদঘাটন করা হোক।

তিনি বলেন, রোগীরাও এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন। ফায়ার ফাইটাররা যে আন্তরিকতার সঙ্গে ফাইট করেছেন তা প্রশংশনীয়। কনটেইনারে যে হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে তা পানির সংস্পর্শে এলে আরো মারাত্মক আকার ধারণ করে। এটি ফায়ার ফাইটারদের আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। এতে তারা আরো পটেকশন নিয়ে কাজ করতেন। এখানেও তারা দায়িত্বে গাফিলতি করেছেন। মৃত্যুর দায়ভার কোম্পানিকে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়