শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৬ জুন, ২০২২, ০৯:২৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২২, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে বিক্রি

হাইড্রোজেন পার-অক্সাইড

মিনহাজুল আবেদীন: চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড জরুরি নিলামে বিক্রি করে দিয়েছে চট্টগ্রাম কাস্টম। দুটি কনটেইনারে থাকা এসব পণ্য জরুরি স্পট নিলাম করে ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে এরমধ্যে ১৭ শতাংশ ভ্যাট ও কর জমা দিতে হবে।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমের নিলাম শাখার ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে হাইড্রোজেন পার-অক্সাইড পড়েছিল। এগুলো প্রায় নষ্ট হওয়ার পথে। তাই জরুরি নিলাম করে আজ এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আশা করছি সব প্রক্রিয়া শেষ করে মঙ্গলবারের মধ্যে এগুলো চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে যাবে। দেশ রূপান্তর 

উল্লেখ্য, সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের পর নড়চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য তড়িঘড়ি করে বন্দরে পড়ে থাকা ৩০ হাজার ৪৫০ কেজি ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে তোলা হয়।

সীতাকুণ্ডের বিএম ডিপোর ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ বিপজ্জনক পণ্য নিলামে তোলার জন্য রোববার (৫ জুন) কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্তে সেগুলো নিলামে তুলে বিক্রির সিদ্ধান্ত নেয়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে চার বছর আগে হাইড্রোজেন পার-অক্সাইডের চালানটি নিয়ে আসে। আমদানির পর প্রতিষ্ঠানটি সেগুলো খালাস করেনি। এরপর থেকে দুই কনটেইনারের চালানটি বন্দরের চত্বরে পড়ে আছে। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড রয়েছে। 

নিলামে তোলার পরপরই চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান বিপজ্জনক ওই রাসায়নিক কিনে নেয়। প্রকাশ্য এই নিলামে চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান এয়াকুব ট্রেডিং সর্বোচ্চ মূল্য দিয়ে কিনে নেয় ৩০ টন হাইড্রোজেন পার-অক্সাইড। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়