সুজন কৈরী: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসকর্মী। তবে ফায়ার সার্ভিসের আরো অন্তত ৩ কর্মী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফায়ার ফাইটাররা হলেন মো. রবিউল ইসলাম, ফরিদুরজ্জামান, শফিউল ইসলাম।
সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের আরো চার কর্মী নিখোঁজ রয়েছেন। তবে একজনের মরদেহ পাওয়া গেছে সেটি এই চারজনের কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, শনিবার রাত ১১টা ২৫মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার ফাইটাররাও হতাহত হন।
শাহজাহান শিকদার জানান, চিকিৎসাধীন ১৫ জন ফায়ার ফাইটারের মধ্যে একজন সুস্থ হয়ে স্টেশনে ফিরেছেন। ১২ জন চট্টগ্রাম সিএমএইচ ও ২ জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আপনার মতামত লিখুন :