শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৬ জুন, ২০২২, ১১:০৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২২, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

মাজহারুল ইসলাম: রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকায় ওয়েলকাম পরিবহন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবল হলেন- কোরবান আলী হোসেন (৩৫)।

সোমবার (০৬ জুন) সকাল দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমরান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, এই ঘটনায় ওয়েলকাম পরিবহন বাসটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ দেখে চালককে আটকের চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের বোনজামাই নুর উল্লাহ জানান, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার রামগতি চর সিকান্দারে। তিনি মৃত সিদ্দিক উল্লার সন্তান। বর্তমানে সাভার এলাকায় স্ত্রী জান্নাতুল ফেরদৌস দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। রাজারবাগ পুলিশ টেলিকমিউনিকেশন্স কর্মরত ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়