শিরোনাম
◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল ◈ শেখ হাসিনাকে গণভবনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা উচিৎ ছিল : মাসুদ সাঈদী ◈ রাজধানীর ১৩ স্থানে কম দামে মিলবে ডিম ◈ সমন্বয়কদের দেখে অনেকের চোখ টাটাচ্ছে : গোলাম মাওলা রনি

প্রকাশিত : ০৫ জুন, ২০২২, ০৩:৪৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২২, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহতদের জীবন বাঁচাতে রক্তদাতাদের দ্রুত মেডিকেলে আসার আহ্বান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর কয়েকশ মানুষ আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দুই শতাধিক।

আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। তাই রক্তদাতাদের দূত ম্যাডিকেলে চলে আসার আহ্বান জানিয়েছে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। 

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আহতদের সংখ্যা বাড়ছে এবং চট্টগ্রাম মেডিকেলের উপর বাড়ছে চাপ। 

এ চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সকল চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। 

সিভিল সার্জনের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম মেডিকেলে এসেছেন আশপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোর ডাক্তার এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

তাছাড়া রক্তদাতাদের রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া সিভিল সার্জন সকল বেসরকারি হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সকল চিকিৎসককে তাদের কর্মস্থলে যেতে বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়