শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ০৫ জুন, ২০২২, ০২:২২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ফোরণে ৫ কিমি পর্যন্ত কেঁপে ওঠে, ভেঙে পড়ে জানালার কাচ

ছবি: সংগৃহীত

রিয়াজুর রহমান: চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে আশপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। ডিপোর আশপাশের এলাকার ঘরবাড়ির দরজা জানালার কাচ ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দ ও ধাক্কা এতো তীব্র ছিল আশপাশের বাসিন্দাদের মনে হয়েছিল তারা বড় ধরণের ক্ষতি হবে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগী নিয়ে যাওয়া আব্দুল করিম বলেন, প্রথমে আগুন জ্বলতে দেখেছি। কয়েক মিনিট পর শক্তিশালী বিস্ফোরণ। আমার বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে। আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকা এই বিস্ফোরণে কেঁপে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর প্রবেশমুখের দু পাশের এক কিলোমিটারজুড়ে শুধু মানুষ আর মানুষ। ডিপোর ভেতরে এক একটি অ্যাম্বুলেন্স ঢোকে আর বেরোয় আর মানুষ হই হই করে ছুটে যায় সেদিকে। স্বজনের খোঁজে যাওয়া এসব লোকজনের চেহারাতে উদ্বেগ-উৎকণ্ঠার ছাপ। আতঙ্কিত মুখগুলো থেকে বেরোচ্ছে একটাই বাক্য এমন বিকট শব্দ কখনো শুনিনি! তবে ডিপোর দুপাশের বাসিন্দাদের বেশিরভাগই নিরাপদ দূরত্বে সরে যান। অনেক ঘরবাড়ির জানালা-দরজার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। 

ডিপোর উত্তরের সীমানা দেয়াল লাগোয়া কেশবপুর গ্রাম। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ তারাকী পরিবারের চার সদস্য নিয়ে চলে যান প্রায় এক কিলোমিটার দূরের আরেক গ্রামে। তারাকী বলেন, রাত ৯টার দিকে আগুন লেগেছে শুনে ভেবেছি ছোটখাটো। সে জন্য পরিবার নিয়ে বাসায় ছিলাম। ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে কনটেইনার বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর আতঙ্কিত হয়ে এক কিলোমিটার দূরের আরেকটি গ্রামে চলে এসেছি পরিবার নিয়ে।
ডিপোর দক্ষিণপাশের কদমরসুল গ্রামের বাসিন্দা আলী আজগর নাঈম। বিস্ফোরণের শব্দে তার বাড়ির দরজা-জানালার কাচ ভেঙে পড়েছে। তিনি বলেন, বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দে বাসার সব থাই গ্লাসের জানালা ভেঙে পড়ে। ভয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাসায় ফিরি। 

কেশবপুরের লালবেগ এলাকার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জোবায়েত বলেন, এমন শব্দ কখনো শুনিনি। যাদের ঘরে থাই জানালা-দরজা আছে বেশিরভাগই ভেঙে পড়েছে। অনেকে ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। 

বিএম ডিপো কনটেইনারের প্রায় আধা কিলোমিটার আগের ডাকবাংলো জামে মসজিদের কাচও ভেঙে পড়েছে। পাশের ফারুক স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক বলেন, ডিপোর পাশের একটি হোটেলে ভাত খাচ্ছিলাম। এমন সময় কানে আসে বিস্ফোরণের শব্দ। এরপর আর কিসের ভাত! কোনোরকমে দৌড়ে পালিয়ে আসি। পরে এসে দেখি দোকানের পাশের মসজিদের কাচ ভেঙে পড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মোহাম্মদ ইয়াকুব বলেন, রাত ১০ টার দিকে বিকট শব্দের আওয়াজ শুনতে পাই। এতে বিএম কনটেইনার ডিপোর আশেপাশের ঘরবাড়ির কাচের জানালা ভেঙ্গে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়