শিরোনাম
◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ কী আলোচনা হলো বিএনপি-হেফাজতের বৈঠকে? ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা ◈ বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৩, ০৩:০৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৩, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] জেলার সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় রাতুল (২৮) ও তানিম (২১) নামে দুইজন নিহত হয়েছেন। রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। তানিম রায়পুর বুলেট মাইকের সত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের ছেলে।

[৩] সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী বাজারের পূর্বে ও রাতে রায়পুরের ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানায়, চৌমুহনী থেকে থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুলের মৃত্যু হয়।
 
[৫] অপরদিকে, লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৫নং ওয়ার্ডস্থ জনতা বাজার হইতে মোটরসাইকেলযোগে রায়পুর যাওয়ার পথে (ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে) বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজি'র সাথে মুখোমুখি সংঘর্ষে বাধে। এতে মোটরসাইকেলসহ যুবক রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে খাল থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পর কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন।
 
[৬] চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, গাড়ি দুটি এবং মরদেহ পুলিশের হেফাজতে আছে। ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত রাতুলের দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়