শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২৩, ০২:০৬ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৩, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু

তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: জেলার দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মুত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে দিরাই উপজেলার আতনী বিল এলাকায় এবং বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মালেক (৪৫), সেলিম মিয়া (২৭) ও জয়নাল মিয়া (৩৫)।

নিহত আব্দুল মালেক পেশায় সিএনজি চালিত অটোরিক্সা চালক। তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। 

সেলিম মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে ও জয়নাল মিয়া একই উপজেলার মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে। তারা দুজন পেশায় বালু শ্রমিক। 

দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, আজ ভোরে জেলার দিরাই উপজেলার আতনী বিল এলাকায় মাছ ধরতে যান সিএনজি চালক আব্দুল মালেক। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

এদিকে, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী তপন জানান, বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় বারকি নৌকায় সেলিম মিয়া ও জয়নাল মিয়া বালু উত্তোলনে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই মারা যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়