শিরোনাম
◈ খুব সহজেই ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড ◈ বৈষম্য কমবে আসন্ন বাজেটে, অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত ◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার!

প্রকাশিত : ১৭ জুন, ২০২৩, ০২:০৬ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৩, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু

তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: জেলার দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মুত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে দিরাই উপজেলার আতনী বিল এলাকায় এবং বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মালেক (৪৫), সেলিম মিয়া (২৭) ও জয়নাল মিয়া (৩৫)।

নিহত আব্দুল মালেক পেশায় সিএনজি চালিত অটোরিক্সা চালক। তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। 

সেলিম মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে ও জয়নাল মিয়া একই উপজেলার মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে। তারা দুজন পেশায় বালু শ্রমিক। 

দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, আজ ভোরে জেলার দিরাই উপজেলার আতনী বিল এলাকায় মাছ ধরতে যান সিএনজি চালক আব্দুল মালেক। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

এদিকে, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী তপন জানান, বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় বারকি নৌকায় সেলিম মিয়া ও জয়নাল মিয়া বালু উত্তোলনে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই মারা যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়