সাদেক আলী: সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন আহত হয়েছে। সূত্র: সময় টিভি, ডিবিসি নিউজ
বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সিলেট জেলার ফায়ার সার্ভিসের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান বলেন, ‘আমরা ১১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতাবস্থায় ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আমরা আসার আগে স্থানীয়রা ৭-৮ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।’ এর মধ্যে পথে ১জনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পিকআপ ভ্যানটি ২০ থেকে ২২ জনকে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: দেশ রূপান্তর
সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম থেকে বলা হয়েছে, পিকআপ ভ্যানটি ৩০ থেকে ৩৫ জন নির্মাণশ্রমিক নিয়ে যাচ্ছিল। পরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক ঘটনার পর পর পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। সূত্র: কালের কণ্ঠ।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)। সূত্র: ঢাকা পোস্ট।সম্পাদনা: হ্যাপী
এসএ/এইচএ
আপনার মতামত লিখুন :