মোস্তাফিজুর রহমান: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অটো রিক্সায় চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসলেগে নার্গিস আক্তার (৩০) নামে গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাংরোড পাওয়ার হাউজের সামনে শনিবার (৩ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত নার্গিস আক্তার আদমজী ইপিজেডে অপারেটর পদে চাকরি করতো। তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলাম এর মেয়ে।
মৃতার ভাই মামুন জানিয়েছেন, শনিবার (৩ জুন) সকালে চিটাগাং রোডের বাসা হতে অটোরিকশায় চড়ে ইপিজেড কর্মস্থলে যাওয়ার সময় গলায় থাকা ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। নাসরিনের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা পর মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ভাই বলেন, মৃত দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
এমআর/এইচএ
আপনার মতামত লিখুন :