শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ৩০ মে, ২০২২, ০৬:৪০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২২, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  

আজিজুল ইসলাম :  যশোরের বাঘারপাড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হচ্ছে, বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে শান্তা (৮) এবং সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৫)।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায়  সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে শিশুদের মৃত্যু হয়। ওসি ফিরোজ উদ্দিন বলেন, পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায়, অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে এক এক করে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাদের নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়