শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৬ মে, ২০২৩, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৩, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

প্রতীকী ছবি

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: জেলার কোটচাঁদপুর উপজেলার পৌর এলাকার কাশিপুর পৌর ডিগ্রি কলেজের সামনে পিকআপের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের ৪ জনসহ মোট নিহতদের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭। 

বৃহস্পতিবার (৪ মে) দুর্ঘটনায় আহত এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা খাতুন (২৫) শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউতে) অবস্থায় মারা যান। অন্যদিকে ফল ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সারাইল উপজেলার বৈশামারি গ্রামের নুরআলীর ছেলে আল আমিন (৬০) বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে সন্ধার দিকে দৌলদিয়া ফেরীর উপর মৃত্যুবরণ করেন। বিষয়টি জানান রুবেলের চাচি ফাতেমা বেগম ও আলামিনের বড়ো ভাই নজব আলী।

দুর্ঘটনার দিন কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন ও তার দাদি তোরাব আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০), কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর ঘিঘাটি গ্রামের সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান মন্ডল (৬০) ও একই ইউনিয়নের মধুপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটো শেখ (৪০) মারা যান।

এই দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হলেন। এরা হলেন শিশু খুকু মনি, শিশু রাফান ও তার মা রিমা খাতুন এবং রিমার শ্বাশুড়ি শিউলী খাতুন। নিহতরা সবাই ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিল বলে পুলিশ জানায়। 

উল্লেখ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কাশিপুর পৌর ডিগ্রি কলেজের সামনে পিকআপের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যানশিশু রাফান, খুকুমনি ও ভ্যান চালক সলেমান। গুরুতর আহত হন শিউলি বেগম, বউমা রিমা খাতুন,আলামিন ও টিটো শেখ। 

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোরে রোগীদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।  

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় সড়ক ও পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। এলাঙ্গী গ্রামের রুবেলের পিতা তোরাব আলী বাদি হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি করেছেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়