শিরোনাম
◈ লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! (ভিডিও) ◈ ট্রাম্পের বিজয়ে খুশি সৌদি আরব, সতর্ক কাতার ◈ হাছান মাহমুদ'র ভিডিও বার্তা নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ সমন্বয়ক হাসিব: জবাবে যা বলছেন  ◈ একলাফে ৩৪৬৪ টাকা কমল সোনার ভরি, কাল থেকে কার্যকর ◈ শহিদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশা থাকবে গণভবন জাদুঘরে : নাহিদ ইসলাম ◈ ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ধীরে ধীরে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, অভ্যাস করবেন যেভাবে ◈ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব ◈ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৩, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ আহত ৩২ জন হাসপাতালে ভর্তি

নিউ সুপার মার্কেটে আগুন

মোস্তাফিজ, হ্যাপী আক্তার: রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী ও বিমান বাহিনীর ১ সদস্য’সহ মোট ৩২ আহত হয়েছেন। ধোঁয়াসহ বিভিন্নভাবে আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন। এছাড়া ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য যুক্ত হয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। যোগ দিয়েছে বিমান বাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে।  এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা বলেছেন ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনি বলেন, নিউ মার্কেটে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ও বিভিন্নভাবে আহত হয়ে আসা উভয়েইর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আহতদের নামের তালিকা
১। রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য।
২। শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য।
৩। তৌফিক (২৩), সার্ভিস সদস্য।
৪। রিফাত (২৩), দোকান কর্মী।
৫। রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য।
৬। মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য।
৭। সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য।
৮। আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য।
৯। কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য।
১০। শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য।
১১। বায়জিদ (২৫), দোকান কর্মী।
১২। হাসান (২০), দোকান কর্মী।
১৩। রিমন (২৮), দোকান কর্মী।
১৪। কামাল হোসেন (৩৩), দোকান কর্মী।
১৫। ফিরোজ আলম (৩০), দোকান কর্মী।
১৬। জীবন (৩০), দোকান মালিক।
১৭। জিসান (১৮), দোকান কর্মী। 
১৮। ইয়াসিন (২৪), দোকান কর্মী।
১৯। জীবন (২৫) দোকান কর্মী। 
২০। স্বপন (২৩), দোকান কর্মী।
২১। সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য।
২২। সবুজ (২০), আনসার সদস্য।
২৩। রিক্সা চালক জাকির হোসেন (৩৫)
২৪। মোঃ সাব্বির (৩৩) ভলেন্টিয়ার
২৫। সোহেল রানা (৩২) ফায়ার কর্মী,
২৬। ফারহান (২০) দোকান কর্মী
২৭। শাফিন(১৮) দোকান কর্মী ।

আরো পাঁচজন শেখ হাসিনা বার্ণে ধোয়ায় অসুস্থ হয়ে আসেন। তারা হলেন
২৮। রাজিব (৩০) ফায়ার  সার্ভিসের কর্মী
২৯। ডিপজল (২৪) ফায়ার সার্ভিস কর্মী
৩০। রায়হান (২২) ফায়ার সার্ভিসের কর্মী।
৩১। আলমগীর (৩৫) আনসার গার্ড ব্যাটালিয়ন
৩২। শাকিল (২৫) আনসার গার্ড ব্যাটালিয়ন। 

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়