মোস্তাফিজুর রহমান: কামরাঙ্গীরচরে খেলা করতে গিয়ে বাসার পাশে ফার্নিচার দোকান থেকে আগুনে সানজিদা আক্তার মিম (৬) এক শিশু দগ্ধ হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে ঐ দোকানের জহিরুল ইসলাম (৩২) নামে একজন সামান্য দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৮,মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের পাশে বাসার পাশে ঘটনাটি ঘটে ।
শিশুসহ তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস, এম আইউব হোসেন জানিয়েছেন, শিশু সানজিদার অবস্থা আশংকাজনক। তার শরীরের ২৮% শতাংশ দগ্ধ হয়েছে। জহিরুল কে প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে।
সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন মিমের মা পেয়ারা বেগম। তিনি বুয়েটে শিক্ষকদের রান্নার কাজ করেন। তার বাবা আলমগীর হোসেন দুই বছর যাবত সৌদি প্রবাসী। দুই বোন এক ভাই এর মধ্যে মিম ছোট। কামরাঙ্গীচর মুন্সিহাটি বাদশা মিয়া স্কুল সংলগ্ন কামাল হাজীর বাড়ির নিচে তলায় সন্তানদের নিয়ে ভাড়া থাকেন।
তিনি জানান, তাদের বাসার গলিতে দুটি দোকান রয়েছে সেখানে ফার্নিচার তৈয়ার ও পালিশ করা হয়। এর মধ্যে একটিতে এ ঘটনাটি ঘটে বলে জানতে পেরেছেন।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার হীরামনি গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে সানজিদা।
আপনার মতামত লিখুন :