রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে বলিবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক বিজিবি ত্রাণ বিতরণ করেছে।
বুধবার (২২ মার্চ) ভোরে থানচি উপজেলা বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩টি দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক ভাবে চাল, ডাল, আতা, চিনি ও পেঁয়াজসহ অন্যান্য জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন বিজিবি বান্দরবান জেলা সেক্টর কমান্ডার মো. শাহরিয়ার। তিনি বলেন, আপনারা সব কিছু হারিয়েছেন, আপনাদের পাশে আছি। তাৎক্ষণিক ভাবে আপনাদের সহযোগিতা করছি, পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :