শিরোনাম
◈ নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও) ◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক! ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ◈ সৌদি প্রো লিগে আল হিলালকে ৪-১ গোলে হারালো বেনজেমার ইত্তিহাদ ◈ ছাত্রদের নতুন দলই নিয়ে ব্যাপক জল্পনা, সম্ভব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’, ঘোষণা শিগগিরই  ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রবাসী শিক্ষানুরাগীর যে ৬ প্রস্তাব দিলেন ◈ লা লিগায় লাস পালমাসকে হারালো বার্সেলোনা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু

প্রতিকী

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কুড়ালিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৭) ও তার ভাই মুকুল (২৪)। আহতরা একই গ্রামের অটোরিকশা চালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামনি হোসেন ঘটনাস্থল থেকে বলেন, শহরের কাঠেরপুল থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে লিপি খাতুন ও মুকুলকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়