শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু

প্রতিকী

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কুড়ালিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৭) ও তার ভাই মুকুল (২৪)। আহতরা একই গ্রামের অটোরিকশা চালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামনি হোসেন ঘটনাস্থল থেকে বলেন, শহরের কাঠেরপুল থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে লিপি খাতুন ও মুকুলকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়