শিরোনাম
◈ প্রতিবছর দেশে ১ লাখেরও বেশি মৃত্যুর কারণ বায়ুদূষণ: গবেষণা ◈ বাংলাদেশের আগ্রহ  পাকিস্তানি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানে  ◈ আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ: অভিযুক্ত সঞ্জয়ই দোষী ◈ আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না : এম সাখাওয়াত (ভিডিও) ◈ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ (ভিডিও) ◈ টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া : বাণিজ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের ◈ ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা এক বছরে, যার মধ্যে ৬১ শতাংশই নারী ◈ পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’ এখন আগ্রহের কেন্দ্রবিন্দু ◈ মিজানুর রহমান আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ (ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩১ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

অগ্নিকান্ড

আইনুর ইসলাম, বগুড়া: বগুড়া ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকান্ডে তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেল ঘুমন্ত দুই ভাই। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)। তারা উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র লিটন মিয়া জীবিকার তাগিদে টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রি কাজের জন্য গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরের দিকে সিয়াম ও মোস্তাকিম মা-বাবার ঘরে ঘুমিয়ে পড়ে। আর তাদের বড় ভাই তামিম বাড়ির পাশে খেলা করছিল। 

এ সময় ঘরের ভেতর ঘুমন্ত সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯-ফোন করে। কিন্ত ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌছার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ২টি ঘর সহ পুড়ে সিয়াম ও মোস্তাকিম মারা যায়।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনান্থলে পৌছার আগেই অগ্নিকাণ্ডে দুই সহোদর মারা গেছে। তবে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকান্ডে দুই শিশু মারা গেছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়