মোস্তাফিজ: রাজধানীর তুরাগ থানাধীন মেট্রোরেল দুই নম্বর স্টেশনের সামনে মোটরসাইকেলের ধাক্কা ৬ মাস বয়সী নাতনী’সহ দাদী নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তারা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত সাড়ে ১২টার দিকে নিহত মাজেদা বেগম (৪০) ৬ মাস বয়সী নাতনী রাফিয়াকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় চালক আরাফাত হোসেনকে আটক আটক এবং তার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মৃত শিশুর রাফিয়ার মামা মোশারফ হোসেন বলেন, গতকাল রাতে এলাকার এক প্রতিবেশীর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাফিয়াকে তার দাদি বাসায় ফিরছিলেন। এসময় মোটরসাইকেলের ধাক্কায় দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দাদিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে রাফিয়ার অবস্থার অবনতি হলে রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাফিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাজেদা বেগম তার নাতনীকে নিয়ে রাস্তাপার হওয়ার সময়ে মিরপুর থেকে উত্তরা মুখি একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের প্রথমে স্থানীয় উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দাদী মাজেদাকে মৃত ঘোষণা করেন। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য নিহত দাদির মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ও নাতনীরে মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
রাফিয়া বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে। রাফিয়ার বাবা রিফাত হোসেন পেশায় অটো চালক।
এমএফ/এইচএ
আপনার মতামত লিখুন :