ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই এলাকায় শুক্রবার সকালে ট্রাকের চাপায় সিএনজি আরোহী মিয়া চাঁন নামে এক দিনমজুরের নিহত হয়েছেন। এ ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিয়া চাঁন (৬০) টাঙ্গাইলের নাগরপুর থানার বাদচাল এলাকার বাসিন্দা।
জানা গেছে, মিয়া চাঁন গত দুই মাস আগে জীবিকার খোঁজে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এলাকায় আসেন। সেখানে তিনি দিনমজুরের কাজ করেন। শুক্রবার ভোরে সিএনজি যোগে কালিয়াকৈর যাওয়ার পথে হঠাৎ করে সিএনজি থেকে পড়ে যান। এসময় বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিয়া চাঁন মারা যান।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :