শিরোনাম
◈ পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও) ◈ পুলিশের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ◈ অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা : বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে ◈ আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ◈ কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল(ভিডিও) ◈ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা ◈ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম ◈ শুক্রবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু ◈ সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আনন্দিত: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৩, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায়

মোস্তাফিজুর রহমান: রাজধানীর পল্টন থানাধীন বটতলা স্কাউট ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক মো. শহিদুল ইসলাম(৪০) নিহত। তিনি রাইড শেয়ারিং চালক ছিলেন।

রোববার দিবাগত (১৬ জানুয়ারি) সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপ পরিদর্শক এসআই মো. আব্দুল জলিল তিনি বলেন, রাত আনুমানিক সোয়া দুইটার দিকে স্কাউট ভবনের সামনে সড়কে অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক।

সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন মৃত ব্যক্তি রাইড শেয়ারিং চালক ছিলে তার মোটরসাইকেলে যাত্রী বহন করতেন। এ ঘটনা যানবাহনটি সন্যাক্তের চেষ্টা চলছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মৃতের শ্যালক জুবায়ের হোসেন জামিল বলেন, তার দুলাভাই শহিদুল রাইড শেয়ারিং চালক ছিলেন। মোটরসাইকেলে যাত্রী বহন করতেন। রাতে বাসায় ফিরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। পুলিশের মাধ্যমে খবর পাই সে সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে।

মৃতের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় তার বাবার নাম মৃত সৈয়দ আলী। বর্তমানে, সবুজ কদমতলা বাসাবো হক আবাসিক সোসাইটিতে পরিবার নিয়ে থাকতেন তিনি।
প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়