তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে জেলার চান্দুরা নামক স্হানে মহাসড়কের পাশে ট্রাকটর উল্টো জসিম মিয়া (৩০) নামে এক হেলপার নিহত হয়েছে।
সোমবার দুপুরে দুর্ঘটনায় নিহত হেলপার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলা আহরন্দ এলাকায় লং ব্যাহিকেল (লরির) নীচে চাপা পড়ে মোটরসাইকেল চালক আনিস (২২) নিহত হয়েছে। সে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। এ ঘটনায় আরোও দুজন আহত হয়েছেন। এরা হলেন, ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
প্রতিনিধি/জেএ