শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার ফতুল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনজন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। দগ্ধরা হলেন, মো. সাব্বির হোসেন (১৮), মোহাম্মদ ফয়সাল (২৬), মো. হাসান (১৯)।

তাদেরকে নিয়ে আসা ইউসুফ জানান, ফ্রিজের কম্প্রেসারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ  হাসিনা জাতীয়  বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে মো.সাব্বির হোসেন (১৮) কে ভর্তি দেওয়া হয়, মো.ফয়সাল (২৬)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে । এছাড়া মো.হাসান (১৯)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিকসার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন জানান,  এদের মধ্যে মো.সাব্বির হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে, মো.হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সাব্বিরকে ভর্তি করা হয়েছে ও হাসানকে অবজারভেশনে রাখা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়