শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২২, ১০:১৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবারের সামনেই চিৎকার করতে করতে পুড়ে মারা গেলো নারী

পরিবারের সামনে পুড়ে মারা গেলো নারী

শাহাজাদা এমরান, কুমিল্লা: পুরো পরিবারের চোখের সামনেই চিৎকার করতে করতে আগুনে পুড়ে মারা গেলেন ফাতেমা আক্তার নামের এক নারী। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার এ কথা নিশ্চিত করেছেন। 

শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় মাইক্রোবাসের অন্যসব যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম (২৭) নামের একজন নারী আটকে পড়েন। পরে মাইক্রোবাসেই চিৎকার করতে করতে পুড়ে মারা যান তিনি। 

জানা গেছ, মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে ৯ যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। সেখানে নিহত ফাতেমার ভাইয়ের নতুন শ্বশুর বাড়ি। কয়েক দিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। ভাইয়ের সঙ্গে পরিবার নিয়ে যাচ্ছিলেন নোয়াখালী। কুটুম্বপুর আসলে গাড়ির চাকা ফেটে যায়। এসময় রাস্তায় উলটে পড়ে গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আটজন যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। পরে জলন্ত গাড়িতে পরিবারের সামনেই পুড়ে মারা যায় ফাতেমা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই গাড়িতে ফাতেমার নব বিবাহিত ভাইসহ পরিবারের ৮ সদস্য ছিল। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, মাইক্রোবাসটি আমাদের কাছেই আছে। নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। নিহত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়