শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আহত ৩

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পরে শিশুসহ ২ জন নিহত ৩জন আহত । 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট কার দূর্ঘটনায় কবলিত হয়৷ জানাযায়  সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেট কারটি জাফলং যাচ্ছিল ৷ পথিমধ্যে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা-মেট্রো-গ-৩৫-৩১৯৭ কার গাড়ীটি রাংপানি নদীতে পড়ে যায় ৷

নিহত শিশু নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে রাহি আক্তার আদরী (৪১দিন) ৷  নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের  আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০)নিহত হোন, আহতরা হলেন, তার স্ত্রী কাজল (২৫), নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৩২) এবং আনিকা (৩০)৷ ঘটনার পর পর স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ৷

পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে এবং আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে রুবেল মিয়া (৩০)নিহত হোন ৷ 

ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আহতদের সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরণের ব্যবন্থা করি ৷ গাড়ীটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে সংবাদ দেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়