শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২, ০২:৫০ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২২, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১ পর্যটক

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ ( ছবি সূত্র: ঢাকা পোস্ট )

মাজহারুল ইসলাম,  এম আর আমিন : চট্টগ্রামের মীরসরাই এলাকায় শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ১১ পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলার এসিল্যান্ড জামিউল হিকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

মীরসরাই থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসটির সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ পর্যটকের মৃত্যু হয়। 

খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার বলেন, ‘পর্যটকসহ একটি মাইক্রো বাস খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রেন মাইকোটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দক্ষিনে নিয়ে ফেলে।

জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বড়তাকিয়া রেল স্টেশনের এখানে রাখা হয়েছে। নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়