শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২২, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিদ্যুতস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

সৌরভ ঘোষ : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যাটারি চালিত অটোচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি আক্তার (৩২) গুরুতর আহত হন। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ীর উঠানে নিজস্ব অটো রিকশা চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন শফিকুল। শনিবার সকালে খাওয়া দাওয়া সেরে অটো রিকশা নিয়ে বের হওয়ার জন্য অটোতে হাত দেওয়া মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। এসময় স্ত্রী পপি আক্তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। পরে শফিকুল ইসলামের বাবা আব্দুল মজিদ দ্রুত মেইন সুইস বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন।

পরে পরিবারের লোকজন স্থানীয়দের অসহায়তায় দ্রুত তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল। আর গুরুতর আহত অবস্থায় পপি আক্তারকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় দুপুর ১২ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়