শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আধাঁরমানিক এলাকার বাসিন্দা রিফাত (১৮) একই এলাকার বাসিন্দা আরাফাত (২১), সাতকানিয়ক সতিপাড়ার ছিদ্দিক (২৮), নাজিম উদ্দীন ও নেজাম উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী টেকনাফ পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার জেরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক সময়ের মতো যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর দোহাজারী হাইওয়ে থানার টিম ঘটনাস্থলে আসে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আহত ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান, তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়