শিরোনাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২, ০৯:৩৫ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২২, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিশালে বাবা-মা-সন্তানের প্রাণ কেড়ে নেওয়া সেই ট্রাক চালক গ্রেপ্তার

ট্রাক

সুজন কৈরী: ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা, মা ও এক সন্তানের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার পর দ্রুতগামী ট্রাকটির চালক ট্রাক ফেলে পালিয়ে গিয়েছিল।

এ বিষয়ে মঙ্গলবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে বিস্তারিত জানাবেন র‌্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গত শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় মারা যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৪২), মা রত্না বেগম (৩২) ও ছয় বছর বয়সী বোন সানজিদা।

জানা গেছে, জাহাঙ্গীর ও রত্না দম্পতির বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে। শনিবার সকালে জাহাঙ্গীর আলম স্ত্রী রত্নাকে নিয়ে ত্রিশালের একটি ক্লিনিকে গিয়েছিলেন। আল্ট্রাসনোগ্রাম শেষে সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটি তাঁদের চাপা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়