শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২, ০২:০৯ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২২, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই লঞ্চের প্রতিযোগিতায় পন্টুনে ধাক্কা, ৩০ যাত্রী আহত

দুই লঞ্চের প্রতিযোগিতার সময় একটি লঞ্চ পন্টুনে ধাক্কা দিলে শিশুসহ ৩০ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতার সময় একটি লঞ্চ পন্টুনে ধাক্কা দিলে শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটেছে।

আহতদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমূখী যাত্রীদের নিয়ে রোববার বাউফলের কালাইয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ধুলিয়া-১ ও বন্ধন লঞ্চ। ধুলিয়া পন্টুন থেকে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে মাঝনদীতে প্রতিযোগিতা শুরু করে দুই লঞ্চ।

যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বন্ধন লঞ্চের আগে ভিড়তে গিয়ে ধুলিয়া-১ লঞ্চটি দ্রুতগতিতে পন্টুনে ধাক্কা দেয়। এ সময় পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যান। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। বাকিদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মার্জিয়া (২), মেহেদী হাসান (৩২) ও আশরাফ গাজী (৫০) নামের আহত ৩ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ধুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়