শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২, ১০:০২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২২, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা

হ্যাপী আক্তার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল।

আহতদের স্থানীয়, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা যায়। 

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে বাসের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এই দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। ফলে, যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হয় এই সড়কে চলাচলকারী যাত্রীদের। মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল দ্য ডেইলি স্টারকে বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহত ৩ জনই প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং তারা বাসের যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্র: নিউজজি২৪, ডেইলি স্টার, একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়