শিরোনাম
◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২২, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে মৃত্যু

রুবেল মজুমদার: কুমিল্লার হোমনায় পৃথক ঘটনায় খালের পানি ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাবরকান্দি ও হোমনা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো: বাবরকান্দি গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে আবদুর রহমান (৪) ও হোমনা সদরের পশ্চিম পাড়ার সুমন মিয়ার ছেলে আয়ান মিয়া (৭)। এর মধ্যে বুধবার সকালে শিশু আবদুর রহমান বাড়ির পাশের খালের পানিতে ডুবে এবং শিশু আয়ান মঙ্গলবার বিকেলে তিতাস নদীতে ডুবে মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু আবদুর রহমান বুধবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা বাড়ির পাশে খালের পানিতে তাকে ভাসতে দেখে। এরপর সেখান থেকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু আয়ান মঙ্গলবার দুপুরে বাড়ির কাছাকাছি তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়