শিরোনাম

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২, ০২:২৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২২, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা নেভির কর্মচারীসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত ৪ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়া খালি মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাবনার  ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে ও খিলক্ষেত নেভির অফিস সহকারী মারুফুল আলম পিয়াস(২৭) ও মিরপুর ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২২)।

গুরুত্বর আহতরা হলেন, দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার কামাল হোসেনের ছেলে কাজল (১৮), একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বাপ্পি (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভেড়ামারা-দৌলতপুর সড়কের উপজেলার হাওয়া খালি মাঠ নামক স্থানে বিকেল ৫ টার দিকে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটর সাইকেলে থাকা চারজন মোটরসাইকেল আরোহী সড়কের উপর ছিটকে পড়ে।  স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা  এসে আহতদের উদ্ধার  করে ভেড়ামারা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে তাদের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  সেখানে   চিকিৎসাধীন অবস্থায় মারুফুল আলম পিয়াস(২৭),  সাজ্জাদ হোসেন সজিব (২২) মারা যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন,  হাওয়া খালি নামক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার আরোহী গুরুত্বর আহত হয়। তাদেরকে ফায়ার সার্ভিসের সহযোগিতায়  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পিয়াস ও সজিব নামে দুজন চিকিৎসারত অবস্থায় মারা গেছে বলে জানতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়