শিরোনাম
◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২, ০৫:১১ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২২, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী বেড়াতে যাওয়ায় বিষপানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্ত্রী বেড়াতে যাওয়ায় মো. হারুন সিকদার (৭২) নামে এক বৃদ্ধ কাফনের কাপড় কিনে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হারুন চার ছেলে ও তিন মেয়ের মধ্যে ছোট ছেলে সবুজ সিকদারের সঙ্গে থাকতেন। ছোট ছেলে অবিবাহিত হওয়া স্ত্রীই তার দেখভাল করতেন। কিন্তু ঈদে তার স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। অসুস্থ অবস্থায় তাকে দেখভাল করবে কে? এই অভিমানে হারুন আত্মহত্যা করেন।

পুলিশ আরও জানায়, সোমবার (১১ জুলাই) বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক ও কাফনের কাপড় কিনেন হারুন। পরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, হারুন সিকদার কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়