শিরোনাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২২, ১০:৫৭ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২২, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির মাংসের হাড় গলায় আটকে শিক্ষার্থীর মৃত্যু

আলিফ হোসেন

মাজহারুল ইসলাম : রাজবাড়ীতে কোরবানির গরুর মাংসের হাড় গলায় আটকে রোববার (১০ জুলাই) রাতে আলিফ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আলিফ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, বাড়ি বিনোদপুর কলেজপাড়া এলাকায়। 

রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তুহিন মণ্ডল জানান, পরিবারের সবার সঙ্গে বসে খাবার খাওয়ার সময় গরুর মাংসের একটি হাড় তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করে হাড়টি বেড় করতে ব্যর্থ হন। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা হাড়টি বের করলে ওই শিক্ষার্থী বাড়ি চলে আসেন। রাতে আবার অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়