শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০১:১৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঁকো থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

ভাই-বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মাদ্রাসা থেকে ফেরার পথে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায় বোন, তাকে বাঁচাতে ঝাঁপ দেয় ভাই। পানিতে ডুবে দুই শিশুই মারা গেছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুই শিশুর নাম হলো- জিহাদ মিয়া (১১) ও তাজিয়া বেগম (৭)। এদের মধ্যে তাজিয়া বেগম মাছমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং জিহাদ ব্রাহ্মণবাড়িয়ার একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তারা গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, সকাল সাতটার দিকে মাছমা গ্রামের একটি স্থানীয় মসজিদে আরবি পড়তে যায় জিহাদ ও তাজিয়া। সাড়ে আটটার দিকে মাদ্রাসা ছুটি হয়। ছুটির পর বাড়িতে ফেরার সময় একটি বাঁশের সাঁকোতে পার হতে গিয়ে তাজিয়া বেগম পা পিছলে পানিতে পড়ে যায়। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড়ভাই জিহাদও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে দুজনই তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা উদ্ধার করে দুজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, দুই ভাইবোনের পানিতে মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। সেখানে গিয়ে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র:  রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়