শিরোনাম
◈ গণতন্ত্র শক্তিশালী করতে বিএনপির গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়: ড. আলী রীয়াজ ◈ জামায়াত আমির বললেন নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হতে হবে  ◈ জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিট বিভ্রান্তিকর, সংস্কার নিয়ে বিএনপি সিরিয়াস: সালাহউদ্দিন আহমেদ ◈ ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস ◈ পুলিশ পরিদর্শক মামুন হত্যা : আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড ◈ বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করল ইইউ, কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয় ◈ সৌদি রাষ্ট্রদূত ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি: আদালতকে মেঘনা আলম ◈ আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বি‌সি‌সিআই, ই‌সি‌বি ও সিএ আ‌র্থিক সহায়তা দি‌বে ◈ উচ্চ বেতনের প্রলোভনে নারীদের পাচার: ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট ◈ চীনের পণ্যে ২৪৫% শুল্ক, ৩০ দূতাবাস বন্ধের ভাবনা—ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘিরে উত্তেজনা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীচরে স্বামীর আত্মহত্যার পর, থানার বাথরুমে স্ত্রী'র আত্মহত্যার চেষ্টা

মোস্তাফিজুর রহমান : মৃত স্বামীর নাম মো: শুভ (২৩), সে মটর ম্যাকানিক্স। তার স্ত্রী'র নাম মিম আক্তার (২০)। সে গৃহিণী। সত্যতা নিশ্চিত করেন, কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মেহেদী হাসান। তিনি জানান, পারিবারিক সাংসারিক বিষয়াদি নিয়ে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়াঝাঁটি হয়।

পরে স্ত্রী মিমের সাথে অভিমান করে স্বামী মো: শুভ  ঘরের লোহার এঙ্গেলের সাথে গলায় ফাঁস দেয়। সকালে বাড়ির লোকজন  ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

সংবাদ পেয়ে মৃতের মা মেরিনা বেগম এর সনাক্ত মতে তার মরদেহ  উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ঢামেক মর্গে পাঠানো হয়। 

এদিকে স্বামীর মৃতদেহ থানায় নিয়ে যাওয়া  হয়। পরে  স্ত্রী মিম আক্তার থানার বাথরুমে প্রবেশ করে সেখানে গলায় ফাঁস দেয়। বাথরুমে দীর্ঘ সময় থাকায় পরে বিষয়টি অনুভব করে ডাকাডাকি করে দরজা ছিটকিনি ভেঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কামরাঙ্গীচর থানার পুলিশ  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। 

কামরাঙ্গীচর টেনারী পুকুরপাড় রক্সির বাড়িতে ভাড়া থাকতো এই দম্পতি। সাভার লুটেরচর গ্রামের মো: আলীর ছেলে শুভ। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মো: আল আমিনের মেয়ে মিমি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়