এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] কসবায় এম্ব্যুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] নিহত জাহিদ উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে, তবে নিহত অপুর পরিচয় সনাক্ত করা যায়নি।
[৪] এঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। আহতরা হলো জেলার রামরাইল এলাকার সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও পাশ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।
[৫] প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লাগামী একটি এম্ব্যুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় কুটি- চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দূর্ঘটনার পর জাহিদ ঘটনাস্থলেই মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে অপু নামে একজন মারা যায়।
[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, একজনের মরদেহ আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। অপরজন কুমিল্লা নেওয়ার পথে নিহত হয়। আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :