মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে লেগুনার ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।
[৩] বুধবার (১০ জুলাই) গভীর রাতে মহাসড়কের শিমরাইল মোড়স্থ গ্রীন গার্ডেন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
[৪] শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, গভীর রাতে একটি লেগুনার ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে ধারণা করছি বয়স আনুমানিক ১৭ বছর হতে পারে। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে ঘাতক লেগুনা চালক ঘটনাস্থল থেকে পালালেও লেগুনাটি নিতে পারেনি। আমরা গাড়িটি আটক করেছি।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :