শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৯:২১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

ইউসুফ আলী, দিনাজপুর: [২] জেলার সদর উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহন কোচ ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এছাড়াও ২৮ জন গুরুতর আহত হয়ে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৩] শুক্রবার সকালে উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ী বাজার সংলগ্ন বলরামপুর এলাকায় দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিএপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু (২৮), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের  ছেলে রাজেশ বাহাদুর (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে  মো. আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ (৫), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা (১০) ও  দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (৩০)।

[৫] স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচবাড়ী চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের পশ্চিমে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাক রাস্তার সাইড পরিবর্তন করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল গামী যাত্রীবাহী বাস নাবিল পরিবহনকে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের হেলপার মারা যায়। আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু, বাসের সুপারভইজার ও যাত্রীসহ মোট ছয়জন মারা যায় এবং ২৮ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

[৬] দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ ও জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করেন।

[৭] এ সময় জেলা নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, জেলা প্রশাসন ও বিআরটিএ’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারন উদঘাটনে তদন্ত কমিটি গঠন করে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল কতে বলা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়