শিরোনাম
◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে নারীসহ নিহত ২

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, লালবাগে নারী শ্রমিক খায়রুন নেসা (৪৭) ও পল্লবীতে নির্মাণ শ্রমিক জাকারিয়া (১৮)। 

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) সকালের ঘটনা দুটি ঘটে। তাদের সহকর্মীরা তাদের উদ্ধার করে এক ঘন্টার ব্যাবধানে আলাদাভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার পর পৌনে ১১টা ও পৌনে ১২ টায় দুজন’কে মৃত ঘোষণা করেন। 

[৪] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
বিষয় দুটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

[৫] নারী শ্রমিক খায়রুন নেসা’র সহকর্মী নাদিম জানিয়েছেন, তারা লালবাগ থানার আজিমপুর সরকারী কলোনীর ৪র্থ তলা পুরাতন ভবনের ছাদ মেরামতের কাজ করার আগে পরিস্কার করছিলেন। এ সময় খাইরুন নেসা অসাবধানতাবসত পা পিচলে নিচে পড়ে যান। পড়ে হাসপাতালে নিয়ে আসা হয়। 

[৬] মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃত আবুল হোসেন এর স্ত্রী  খায়রুন নেসা। সবশেষ তিনি কামরাঙ্গীরচড় মাতবর বাজার হ্যারিকেন ফ্যাক্টরী গলিতে পরিবার নিয়ে থাকতেন। 

[৭] অপর দিকে, পল্লবী'র ১১ নম্বর সেকশনে এভিনিউ -৫, মদিনাবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময়ে রাজমিস্ত্রী হেলপার জাকারিয়া বিদুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন সহর্কমী মো. জালাল।

[৮] পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ভ্যানচালক নেছার উদ্দিন এর ছেলে জাকারিয়া। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশনের পুরবী এলাকায় পরিবারের সাথে থাকতো।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়