শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটর সাইকেল আরোহী নিহত

ইমন মাহমুদ, ভৈরব (কিশোরগঞ্জ): [২] কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে হাজী শাহিন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় ড্রাইভার পালিযে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার শম্ভুপুরের পানাউল্লাহ চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত ব্যক্তি হাজী শাহিন মিয় (৪৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্য পাড়ার মৃত জজ মিয়া ছেলে। তিনি ভৈরবে পাদুকা মেটেরিয়ালের ব্যবসা করতেন। এছাড়া তিনি পাদুকা মেটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। 

[৫] এছাড়া ঘাতক ট্রাক চালক নেত্রকোনার  দুর্গাপুর উপজেলার রহিছ উদ্দিন ছেলে সিরাজুল ইসলাম। 

[৬] প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, আমি আর আমরা দোকান মালিক শাহিন আমরা একটি কাজের জন্য বাজিতপুর কোর্টে গিয়েছিলাম। সেখান থেকে মোটর সাইকেল করে আমরা ভৈরবের দিকে ফিরছিলাম। আমরা যখন শম্ভুপুর আসি তখন একটি মালবাহী ট্রাক আমাদের কে চাপা দেই। তখন আমার দোকান মালিক আমাকে মোটর সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি বাঁচে যায়। কিন্তু তিনি ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়। 

[৭] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন  মিয়া বাজিতপুর থেকে ভৈরবে আসছিল। আর ট্রাক চালক নেত্রকোনা থেকে  মালবোঝায় করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তারা যখন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরবের শম্ভুপুরে এলাকায় আসে তখন ট্রাকটির বাম দিক দিয়ে মোটর সাইকেলটি ওভারটেক করতে চাইলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে শাহিন মিয়া ট্রাকের পিছনের চাকার মধ্যে চলে যায়। এছাড়া মোটর সাইকেলে থাকা আরেকজন আরোহীকে সিয়াম কে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় সে বেঁচে যায়। 

[৮] ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া জানান, দুর্ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।  গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়