শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভবিষ্যতে কাজের আশ্বাস জাপান রাষ্ট্রদূতের ◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

আবু হাসাদ, রাজশাহী: [২] মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার পুঠিয়া তাহেরপুর সড়কের ধোকড়াকুল ঈদগাহ ময়দানের কাছে ও নিহতর নিজ বাড়ির প্রায় ২শ গজ দূরে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ নাসির উদ্দিন (৪৫)। তিনি ধোকড়াকুল সড়ক পাড়া এলাকার মোকসেদ আলীর ছেলে।

[৩] একই জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মাছ বোঝাই করে মিনি ট্রাক ধোকড়াকুল ঈদগাহ এর কাছে এসে তাহেরপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেল কে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় নাসির নামের এক ব্যক্তির। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে গাড়িটির ড্রাইভার ও হেলপার সহ ধোকড়াকুল বাজারে এসে আটক করে। আটকে রাখে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, আশেপাশের স্থানীয় ব্যক্তিরা বলছেন দুর্ঘটনায় স্থলে একটি ভ্যান গাড়িকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল কে চাপা দেয় মুক্ত মাছ বোঝাই মিনি ট্রাক গাড়ি। নাসিরের মাথা বুক ও পাজরে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নাসির উদ্দিন বাড়ির সাথে তার একটি মুদি দোকান রয়েছে। মূলত সে স্থানীয় বাসুপারা বাজার থেকে দোকানের জন্য জিনিসপাতি আনতে যাচ্ছিলেন।

[৫] এই ঘটনায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার কথা শুনে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উভয়কে থানায় ডাকা হয়েছে। গাড়ি ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।

[৬] উল্লেখ্য যে, পুরো রাজশাহী জেলা জুড়ে মিনি ট্রাকে করে পানি নিয়ে তার মধ্যে তাজা মাছ বহন করা হয়। এতে করে ওইসব ট্রাকের পানি রাস্তায় পড়ে নানান রকম দুর্ঘটনা ঘটতেও দেখা গেছে। মাছ বাহী মিনি ট্রাক গুলোর চলাচল অনিয়ন্ত্রিত ও বেপরোয়া। এর আগেও জেলার বিভিন্ন স্থানে মাছবাহি ট্রাকের ধাক্কায় গত কিছুদিন আগেও পুঠিয়া তাহেরপুর সড়কে কয়েকটি দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। কখনো কখনো এসব মাছ বোঝাই ট্রাকের পানি মানুষের গায়ে পড়ায় বিড়ম্বনার শিকার হন অনেকে। অনিয়ন্ত্রিত এসব গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ বা বন্ধ চায় সাধারণ মানুষ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়