শিরোনাম
◈ পাট ও বৈচিত্র্য পূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে: বস্ত্রমন্ত্রী ◈ সিলেট-সুনামগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ ডলার সহায়তা দিলো যুক্তরাষ্ট্র ◈ কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ◈ ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সম্ভব হবে: প্রধানমন্ত্রী  ◈ আবারও আবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ◈ প্রত্যয় কর্মসূচি: অর্থমন্ত্রীকে আলোচনায় বসার চ্যালেঞ্জ ঢাবি শিক্ষক সমিতির ◈ প্রথম বিতর্কে দুর্বল জো বাইডেন কারণ দেখালেন ভ্রমণ ক্লান্তির

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ১০:০২ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনির আখড়ায় লিফটের ফাঁকা দিয়ে পড়ে যুবকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া পাটের বাগ এলাকায় চার তলা ভবনের ছাদে লিফটের ফাঁকা দিয়ে পড়ে মো. রবিউল হাসান ওসমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একটি দোকানে পর্দা সেলাইয়ের কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

[৪] ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু ইসমাইল বলেন, ওসমানদের বাসাও পাশেই পাটের বাগে। বন্ধু সৈকতের ভাড়া বাসার চার তলার ছাদে আমি ও বন্ধু সৈকত আড্ডা দিচ্ছিলাম, সে সময় ওসমানও ফোন করে ছাদে আসে। পরে সেখানে ছাদের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

[৫] মৃতের বড় ভাই রাকিবুল বলেন, বাসার পাশেই সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছিল রবিউল। পরে খবর পাই, সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

[৭] মৃত ওসমান যশোর কোতোয়ালি থানার হুসতলা গ্রামের ব্যবসায়ী হাফিজ মোল্লার ছেলে। তিনি শনির আখড়া পাটের বাগ পরিবারের সাথে থাকতেন।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়