শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আ’লীগ নেতার স্ত্রীর মৃত্যু 

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার রূপসায় পাথর বোঝাই ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আ’লীগ নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুঁটিমারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

[৩] প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের তাহিদুল ইসলাম মোল্লা সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে তার স্ত্রী নুপুর খাতুনকে (২৮) নিয়ে কাজদিয়া বাজারের উদ্দেশ্যে আসছিলেন। পথে পুঁটিমারী এলাকায় এলে নুপুর খাতুনের গলার ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এ সময় তিনি আকস্মিকভাবে মোটরসাইকেল থেকে পড়ে যান। মুহূর্তের মধ্যে পিছন থেকে আসা পাথর বোঝাই ডাম্পার ট্রাকের একটি চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। 

[৪] স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত: নুপুর খাতুন আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। স্বামী তাহিদুল ইসলাম ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

[৫] এদিকে মরহুমার নামাজে জানাজা শুক্রবার বিকেল ৪টায় আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সমাজসেবক রিজভী আলম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আল মামুন সরকার, যুবলীগ নেতা জয়নাল আবেদীন ফকির, ইউপি সদস্য আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা কবীরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আঃ সালাম, যুবলীগ নেতা আবু আহাদ কালু, ছাত্রলীগ নেতা রুবেল মোল্যা, মেহেদী হাসান প্রমুখ।

[৬] এরপূর্বে আওয়ামী লীগ নেতার স্ত্রীর মৃত্যুর খবর শুনে তার বাড়িতে যান এবং সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, রূপসা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, যুবলীগ নেতা সুব্রত বাকচী, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, শিক্ষক প্রণব বিশ্বাস, মিহির মুখার্জি, মিঠুন হিরা, উদয়ন রায় প্রমুখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়