শিরোনাম
◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী ◈ রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ১, আহত ১০ 

এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড: [২] চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ১০ যাত্রী।

[৩] ২৯ জুন শনিবার সকাল  ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।  

[৪] বেপরোয়া গতিতে আসা স্টার লাইন পরিবহনের বাসটি ওভারটেক করার সময় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়ে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাসে থাকা আরও ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল জানায় তিন জন আহত কে উদ্ধার করেছে। উদ্ধার কৃতরা হল নোয়াখালীর আরিফুল (৩০), কুমিল্লার মোতালেব (৫০),চট্টগ্রামের বলি পাল (২৭)। স্থানীয়রা গুরুতর আহত ৭ জন কে উদ্ধার করেছে বলে জানান।

[৫] স্টার লাইন পরিবহনের বাসটির নং: ঢাকা মেট্রো- ব- ১৫- ৭৭৭৪। দুর্ঘটনার পর দুই ঘন্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে উল্টে পড়া বাসটিকে সরিয়ে নিলে যানজট মুক্ত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়