শিরোনাম
◈ সাফজয়ী নারী দলকে বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার দেবে  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা ◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৪, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্টনমেন্ট থানাধীন

কালশি রোডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] ক্যান্টনমেন্ট থানাধীন কালশি রোডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন, মো. রাহুল (২৬) ও ছোট ভাই মো. রাফি (১৬)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে ‌।
 
[৩] নিহতদের চাচা বিল্লাল হোসেন জানান, রাতে রাহুল ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশি ব্রিজ দিয়ে মিরপুর বাউনিয়া বাঁধ সি ব্লকের নিজ বাসায় ফিরছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

[৪] পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুজনকে রাত একটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাফিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাফিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানা উপ পরিদর্শক এসআই মো. শামীমুল ইসলাম। তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

[৬] মৃতরা দুই ভাই মিরপুর বাউনিয়া বাঁধ সি ব্লকে ঢাকার বাসিন্দা জহরুল ইসলামের ছেলে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়