শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী  ◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৪, ১১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

ইউছুপ রেজা, চট্টগ্রাম: [২] চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করেছেন, চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম। 
 
[৩] তারা হলেন-সাতকানিয়ার বাসিন্দা মো. রিদুয়ান আলম (৪৬) ও মো. শাহেদ (১৮)। তারা রিজওয়ান কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন।  

[৪] শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে মোহাম্মদীয়া মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনা অগ্নিদগ্ধ দুই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

[৫] বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে।    

[৬] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম জানান, রিয়াজউদ্দিন বাজারে দুইটি ভবনে অগ্নিকাণ্ডে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।  

[৭] চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার এক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজা নামের দুটি ভবন পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় পাঁচতলা ভবনের একটি বাসা থেকে হতাহত ব্যক্তিরা বের হতে পারেননি। ধোঁয়ায় তারা অচেতন হয়ে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

[৮] শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়