শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৪, ১১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে পিক-আপ উল্টে একজনের মৃত্যু, আহত ২ 

মোস্তাফিজুর রহমান: রাজধানীর খিলক্ষেত থানাধীন বিশ্বরোডে নিকুঞ্জ এলাকায় মাল বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে লেগে উল্টে গিয়ে মো. আলফাজ (২৫) নামে একজন এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত-রাত পোনে বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। 

বিষয়টি জানিয়েছেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। মৃতের স্বজনদের বরাদ দিয়ে তিনি জানিয়েছেন, তারা ইভেন্ট মেনেজমেন্ট কর্মি । মেরেডিয়ান হোটেলে কাজ শেষে মালামাল নিয়ে দুই ভাই পিক-আপে করে মিরপুরের দিকে যাচ্ছিল। ছোট ভাই ছিল চালকের সাথে সামনে আর বড় ভাই ছিল পেছনে। পথ্যিমধ্যে খিলক্ষেত থানার অদূরে  নিকুঞ্জ -২, গেইটের বিপরীত পাশে রাস্তায় গাড়িটি আইলেন্ডের সাথে লাগিয়ে দিয়ে দুর্ঘটনার শিকার হয়। 

পরে আশপাশের লোকজন গুরুতর আহত কে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা সহ রাত ১ টার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর আলফাজ কে মৃত ঘোষণা করেন।
 
তিনি বলেন, এ ঘটনায় মৃতের ছোট ভাই মাহফুজ ও চালক সামান্য আহত হয়েছে। 

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে আলফাজ। বর্তমানে মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতো। 

মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ঐ কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়